• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুকুর থেকে ২০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

  দিনাজপুর প্রতিনিধি

১২ এপ্রিল ২০২০, ১০:৫২
দিনাজপুর
উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নে পুকুর খনন করতে গিয়ে প্রাচীন মোগল আমলের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের গুণ্ডা ঝাড় এলাকায় হরিপুকুর পুনঃ খনন করতে গিয়ে পুকুরের মাঝখানের ৮-১০ ফুট নিচ থেকে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। পুকুরের মালিক হোসেন হাজীর কাছ থেকে নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ খালেক সরকার নির্দেশে স্থানীয় চৌকিদার মূর্তিটি তাঁর বাড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেনকে অবগত করেন ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলমের নিকট কষ্টিপাথর মূর্তি হস্তান্তর করেন নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ খালেক সরকার।

মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম জানান, মূর্তির দৈর্ঘ্য অনুমানিক আড়াই ফুট, প্রস্থ এক ফুট, ওজন ১৮ কেজি। উদ্ধারের পর মূর্তিটি কী পাথরের পরীক্ষা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়ামিন হোসেন আজ রাতেই পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর মূর্তিটিকে জেলা প্রশাসকের (রাষ্ট্রীয়) কোষাগারে জমা রাখা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড