• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাইবান্ধা লকডাউন

  সারাদেশ ডেস্ক

১০ এপ্রিল ২০২০, ১৫:২৮
গাইবান্ধা

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি ঠেকাতে লকডাউন ঘোষণা করা হলো দেশের ৫ নম্বর ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় থাকা গাইবান্ধা।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) আব্দুল মতিন।

তিনি বলেন, এ পর্যন্ত গাইবান্ধায় আট জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ কারণে সংক্রমণ ঝুঁকি এড়াতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গাইবান্ধাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বিকেল ৫টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলাটি লকডাউনের আওতায় থাকবে।

দুপুরে এ সংক্রান্ত একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ডিসি আব্দুল মতিন স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে বা এ জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবেন না।

জেলার আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই ধরনের নিষেধাজ্ঞা থাকবে। তবে জরুরি পরিসেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতাবহির্ভূত থাকবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড