• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুষ্টিয়ায় ‘ভ্রাম্যমাণ ফ্রি বাজার’

  সারাদেশ ডেস্ক

০৯ এপ্রিল ২০২০, ২১:১৩
ভ্রাম্যমান বাজার
ভ্রাম্যমান বাজার

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বেশিরভাগ বাজার সীমিত করা হয়েছে। এই অবস্থায় নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে না পেরে দেশের অন্যান্য এলাকার মতো ভোগান্তিতে পড়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা এলাকার বাসিন্দারা। তবে তাদের ভোগান্তি কমাতে সেখানকার তরুণ সমাজ নিয়েছে অনন্য এক উদ্যোগ।

করোনারকালে অসহায়-দুস্থ মানুষের কষ্ট কমাতে আলোকিত আমলা নামের শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের প্লাটফর্ম ভ্রাম্যমাণ ফ্রি বাজার কর্মসূচি চালু করেছে। বৃহস্পতিবার বেলা মাসব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন মিরপুর উপজেলা চেয়ারম্যান জনাব কামারুল আরেফিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব লিংকন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক রবি, আমলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনারুল মালিথা, জাতীয় সাঁতার প্রশিক্ষক আমিরুল ইসলাম, প্রকৌশলী জাহিদুল ইসলাম মিল্টনসহ আরও অনেকে।

আলোকিত আমলার প্রতিষ্ঠাতা নাজমুল হুদা ও সমন্বয়ক হাফিজ আল আসাদ জানান, এই ভ্রাম্যমান বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি গ্রামে যাবে এবং প্রতিদিন শতাধিক দরিদ্র পরিবার এখান থেকে বিনামূল্যে তাদের প্রয়োজনীয় পণ্য নিতে পারবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড