• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা উপসর্গ নিয়ে শ্বশুরবাড়িতে গৃহবধূর মৃত্যু

  সারাদেশ ডেস্ক

০৯ এপ্রিল ২০২০, ১২:৪৭
ব্রাহ্মণবাড়িয়া
ছবি : সংগৃহীত

করোনা ভাইরাস উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উপজেলার ধরখার ইউনিয়নে একটি গ্রামে এক নারীর (৫০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা।

তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে আসা ওই নারী করোনা উপসর্গ নিয়ে বুধবার (৯ এপ্রিল) দিনগত রাতে তার শ্বশুর বাড়িতে মারা যান। তিনি কয়েকদিন যাবত জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন বলে জানা গেছে। তবে ওই নারীর নারায়ণগঞ্জ থেকে আসার বিষয় কিংবা অসুস্থ হওয়ার বিষয় কেউ আগে থেকে জানায়নি। ঘটনাস্থল থেকে মৃতের নমুনা সংগ্রহের জন্য যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানায়রা জানান, গত কয়েকদিন ধরেই ওই নারী জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। বিষয়টি তার পরিবারের লোকজন গোপন রেখেছিল। বুধবার দিনগত রাতে ওই নারীর মৃত্যুর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে ওই নারীর পরিবারের দাবি, করোনা নয়, স্ট্রোক (উচ্চ রক্তচাপ) করে তার মারা গেছেন।

ধরখার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফারুক মিয়া জানান, ওই নারী ১০-১২ দিন আগে নারায়ণগঞ্জ থেকে ধরখার ইউনিয়নে তার শ্বশুর বাড়িতে আসেন। বুধবার দিনগত রাতে তার মৃত হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড