• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুলনায় যানবাহন প্রবেশ-প্রস্থানে নিষেধাজ্ঞা

  খুলনা প্রতিনিধি

০৮ এপ্রিল ২০২০, ১৬:০৯
খুলনা
জনমানবহীন খুলনা শহর (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে খুলনা জেলায় অনুমতি ব্যতীত সকল ধরনের যানবাহন প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।

বুধবার (৮ এপ্রিল) দুপুর খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমতি ব্যতিরেকে খুলনা জেলা অধিক্ষেত্রে সকল ধরনের যানবাহন প্রবেশ ও বাহির হওয়া বন্ধ থাকবে। তবে চিকিৎসা সংশ্লিষ্ট, অত্যাবশ্যকীয় পণ্য ও সেবা (যেমন : খাদ্য দ্রব্য, কৃষি পণ্য ও সেচ সরঞ্জাম, জ্বালানি তেল, ইত্যাদি) বহনের গাড়ি এর আওতা বহির্ভূত থাকবে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, হিসাব রক্ষণ অফিস এবং জরুরি সেবা সংশ্লিষ্ট অফিস এর আওতামুক্ত থাকবে।

এছাড়াও ক্লিনিক, হাসপাতাল ও ওষুধের দোকান ব্যতীত অত্যাবশ্যকীয় পণ্যের দোকান, বাজার প্রতিদিন সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে। রূপসা সন্ধ্যা বাজার, কেসিসি সন্ধ্যা বাজার ও সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল কেসিসি পাইকারি কাঁচা বাজারের ক্ষেত্রে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী সময়সূচি বহাল থাকবে।

করোনা ভাইরাস প্রতিরোধে ও সামাজিক দূরত্ব অধিকতর ফলপ্রসূভাবে নিশ্চিতকরণের লক্ষ্যে খুলনা জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় দোকান, হাট বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা এবং যানবাহন চলাচলের জন্য এ শর্তাবলী আরোপ থাকবে।

আরও পড়ুন : বাঁশখালীতে অস্ত্রসহ নারী আটক, স্বামী পলাতক

এর আগে সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় সরকার নির্ধারিত সুনির্দিষ্ট ব্যক্তি ও যানবাহনের গমনাগমন ব্যতীত অন্য সকল ব্যক্তিবর্গ ও যানবাহন খুলনা মহানগরী এলাকা হতে প্রস্থান ও আগমনে নিষেধাজ্ঞা জারি করেছিল খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড