• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুষ্টিয়ায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীরা

  সারাদেশ ডেস্ক

০৭ এপ্রিল ২০২০, ২০:৩৮
বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীরা
কুষ্টিয়ায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীরা

করোনাভাইরাসের প্রকোপে সারা পৃথিবীতেই এক ধরনের অচলাবস্থা চলছে। পৃথিবীর সিংহভাগ মানুষ এখন কার্যত ঘরে বন্দী। ইতোমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। সারাদেশের মানুষ ঘরবন্দী জীবন যাপন করছেন।

করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে ইতোমধ্যেই দেশজুড়ে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করার লক্ষ্যে সকল শ্রেণিপেশার মানুষকে ঘরে থাকতে বাধ্য করতে নিয়োজিত করা হয়েছে সেনাবাহিনীকে। এর ফলে সবচাইতে বেশি সমস্যায় পড়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির খেটে খাওয়া মানুষ।

২৬ মার্চ থেকে শুরু হওয়া সরকার-ঘোষিত সাধারণ ছুটির সপ্তাহখানেক আগে থেকেই কুষ্টিয়া জেলা প্রশাসন নানামুখী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। সীমিত হয়ে যায় দিনমজুর শ্রেণির মানুষের আয়ের সুযোগ। এমন পরিস্থিতিতে, মানুষকে যাতে কোনোভাবেই ঘর থেকে বেরোতে না হয়, তা নিশ্চিত করতে এসব নিম্নবিত্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চতর স্তরে শিক্ষারত কুষ্টিয়ার একঝাঁক তরুণ-তরুণী।

'একটি প্যাকেট, একটি পরিবার ও একটি সপ্তাহ' এ মূলমন্ত্র নিয়ে একটি পরিবারের এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করে দেয়ার উদ্যোগ হাতে নিয়েছেন তারা। প্রাথমিক ধাপে বন্ধুবান্ধব ও সামর্থ্যবান মানুষের অর্থসহায়তা নিয়ে তারা ৭০টি দুঃস্থ পরিবারের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন। আরও ১৫০টি পরিবারে খাবার সরবরাহের প্রস্তুতি চলছে; যার মধ্যে থাকছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১/২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ৩ কেজি আলু, ১টি সাবান ও এক প্যাকেট লবণ। কার্যক্রমের উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদ, রুয়েটের প্রিন্স ও আবির, খুলনা বিশ্ববিদ্যালয়ের অনুপ, ফরিদপুর মেডিকেল কলেজের সানিয়া ও কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী শাওন।

এ বিষয়ে উক্ত কার্যক্রমের উদ্যোক্তারা বলেন, 'প্রাথমিক পর্যায়ে আমরা কয়েকজন বন্ধু মিলে কুষ্টিয়ার হতদরিদ্র মানুষের মাঝে অন্ততপক্ষে এক সপ্তাহের খাবার ও পরিচ্ছনতা সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। সমাজের বিত্তবান মানুষদের সহযোগিতায় এ ত্রাণ কার্যক্রম আরও প্রসারিত করতে চাই, যতক্ষণ পর্যন্ত না আমরা এ মাহামারির হাত থেকে নিষ্কৃতি লাভ করি।'

এ ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য:

বিকাশ: 01781325571 01745745957 01851430757 01791190111 01515252374

রকেট: 015213052151 017457459572 017911901113 015152523740

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড