• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে জ্বর শ্বাসকষ্ট নিয়ে ২ জনের মৃত্যু

  সারাদেশ ডেস্ক

০৬ এপ্রিল ২০২০, ২২:০৫
করোনা
করোনার জীবাণু

ফরিদপুরের মধুখালী ও ভাঙ্গা উপজেলায় দুই জন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এর মধ্যে ফরিদপুরের দুই জন সত্তুরোর্ধ্ব বলে জানা গেছে।

জানা গেছে, ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মুরারদিয়া গ্রামের আবু সেখ (৭০) করোনার উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি ছিলেন। আজ সোমবার সকালে তার মৃত্যু হয়। গত শনিবার হাসপাতালে চিকিৎসা নিতে এলে পরের দিন তাকে আইসোলেশনে নেয়া হয়।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বুলু জানান, ওই ব্যক্তি কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিডনি জটিলতায়ই তার মৃত্যু হয়েছে।এরপরও নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার পরীক্ষার প্রতিবেদন পাওয়া যেতে পারে।

ওই ব্যক্তির বাড়িসহ আশেপাশের চারটি বাড়ি কোয়ারেন্টিন করা হয়েছে বলে জানিয়েছেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা মনোয়ার।

এদিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের রায়পাড়া সদরদী গ্রামে আব্দুস সালাম মাতুব্বর (৭০) আজ মারা গেছেন। তার পরিবারের ভাষ্যমতে, আজ শেষ রাতের দিকে জ্বর ও শ্বাসকষ্টে তার মৃত্যু হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিন উদ্দিন স্বজনদের বরাত দিয়ে জানান, ওই বৃদ্ধ লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার জ্বর শ্বাসকষ্টসহ নানা শারীরিক অসুস্থতা ছিল। স্বজনেরা তার মৃত্যুর খবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানান। তিনি করোনাভাইরাসের আক্রান্ত ছিলেন কিনা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

আব্দুস সালাম লিভার ক্যান্সারের রোগী ছিলেন। এরপরও নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা উপজেলা ইউএনও রাকিবুর রহমান খান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড