• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পেনশন বাড়ি পৌঁছে দেবে জনতা ব্যাংক খোকসা ব্র্যাঞ্চ

  মনিরুল ইসলাম মনি

০৬ এপ্রিল ২০২০, ১৯:৩৫
জনতা ব্যাংক
জনতা ব্যাংক

বয়সের কথা চিন্তা করে দেশে সৃস্ট করোনাভাইরাস পরিস্থিতিতে ফোন দিলেই বাড়িতে পৌঁছে যাবে পেনশনের টাকা। ০১৭১৮৮৬৮৯৮৮ ও ০১৭১৬৯১৮০১৭ এই দুটি নম্বরে ফোন দিলেই ঘরে বসেই কাংখিত টাকা পাবেন গ্রাহকরা।

রবিবার (৫ এপ্রিল) ব্যাংকটির স্থানীয় ব্র্যাঞ্চের ফেসবুক পেজে এমন বার্তা জানানো হয়।

ওই বার্তায় বলা হয়, জনতা ব্যাংক খোকসা শাখা থেকে পেনশন গ্রহণকারীদের পেনশনের অর্থ খুব প্রয়োজন হলে আমাদের ফোন দিন। আপনার বাড়িতে আপনার টাকা পৌঁছে যাবে। দয়া করে বাড়িতে থাকুন এবং নিজে নিরাপদ থাকুন।

জনতা ব্যাংক খোকসা ব্র্যাঞ্চের ব্যবস্থাপক বদিউজ্জামান বাবুলের ব্যক্তিগত উদ্যোগে এমন সুবিধা দেওয়া হয় বলে জানা গেছে।

ব্যবস্থাপক বদিউজ্জামান বাবুল দৈনিক অধিকারকে বলেন, দেশে করোনা পরিস্থিতিতে সবাইকে বাড়িতে থাকাই নিরাপদ। আর এ রোগটিতে সবচেয়ে ঝুঁকিতে থাকে বয়স্করা। তাই তাদের বয়স ও দেশের পরিস্থিতির কথা চিন্তা করে আমি এমন উদ্যোগ গ্রহণ করি।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে ব্যাংকিং সেবা ত্বরান্বিত ও ঝুঁকিমুক্ত করতে নেওয়া উদ্যোগ একজন অফিসার ও একজন নিরাপত্তাকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই সবকিছু ঠিকঠাক করে বাড়িতেই পেনশনের টাকা পৌঁছে দিবে।

তবে পেনশন ছাড়া ব্যাংকের অন্যান্যসেবা চলবে সকাল ১০ থেকে বেলা ১টা পর্যন্ত।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড