• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

নওগাঁয় ৮ কোটি টাকা মূল্যের বেল মেটাল উদ্ধার

  নওগাঁ প্রতিনিধি

০৬ এপ্রিল ২০২০, ১৪:৪৯
নওগাঁ
উদ্ধারকৃত বেল মেটাল

নওগাঁয় র‌্যাব-৫ জয়পুরহাট সিপিসি ক্যাম্প আনুমানিক আট কোটি টাকা মূল্যের প্রত্নতত্ত্ব নিদর্শন (বেল মেটাল) সহ গৌর চৌধুরী (৩৪) ও সোহেল রানা (২৫) নামে ২ জনকে আটক করেছে।

আটক গৌর চৌধুরী জেলার পত্নীতলা উপজেলার নজিপুর পুরাতন বাজার এলাকার মৃত হরিহর চৌধুরীর ছেলে এবং সোহেল রানা একই উপজেলার মাহমুদপুর দক্ষিণপাড়া গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে পত্নীতলা উপজেলার নজিপুর পুরাতন বাজার এলাকা থেকে প্রত্নতত্ত্ব নিদর্শনসহ তাদেরকে আটক করা হয়েছে।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ, পিপিএমের নেতৃত্বে আনুমানিক ১৮ শতকের ১ টি সোনালী রংয়ের গোলাকৃতির পাত্র সদৃশ প্রত্নতত্ত্ব নিদর্শন (বেল মেটাল) উদ্ধার করেছে। প্রত্নতত্ত্ব বিভাগের মতে যার আনুমানিক মূল্য আট কোটি টাকা।

এটি বিকালে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ এর উপস্থিতিতে নওগাঁর প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক সহকারী পরিচালক মো. সাইদ ইনাম তানভিরুলের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড