• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘুড়ি উড়াইতে গিয়ে স্কুল ছাত্র নিহত

  কিশোরগঞ্জ প্রতিনিধি

০৬ এপ্রিল ২০২০, ০৯:৪০
কিশোরগঞ্জ
নিহত মাহিন

কিশোরগঞ্জ পৌর শহরের নগুয়া প্রথম এলাকায় বাসার ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে নিচে পড়ে মাহিন (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়। রোববার (৫ এপ্রিল ) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

মাহিন কটিয়াদি উপজেলা সংলগ্ন ভাওয়ালেরচর গ্রামের প্রকৌশলী জহিরুল ইসলামের একমাত্র পুত্র। সে কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী ছাত্র ছিল।

এলাকাবাসী জানায়, মাহিন তার মা-বাবাকে নিয়ে পৌর শহরের নগুয়া প্রথম মোড় এলাকায় তিন বছর ধরে একটি চারতলা বাসায় ভাড়া নিয়ে বসবাস করে আসছে। রবিবার বিকালে বাসার চারতলার ছাদে ঘুড়ি উড়াতে গিয়েছিল মাহিন। ঘুড়ি উড়ানোর সময় হঠাৎ ছাদ থেকে সবার অজান্তে সে মাটিতে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। স্থানীয়রা তাকে মাটিতে পড়ে থাকতে দেখে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনায় তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড