• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাত্র অধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলার ত্রাণ বিতরণ

  সারাদেশ ডেস্ক

০৫ এপ্রিল ২০২০, ১৮:৩৪
ত্রাণ
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম

সারাদেশের ন্যায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে অসহায়, দিনমজুর, দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দিনব্যাপী এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাউল ৩ কেজি, আলু দেড় কেজি, পিয়াজ ৫০০ গ্রাম, ডাল ৫০০ গ্রাম, তেল ৫০০ গ্রাম, ৫টা ডিম লবণ ৫০০ গ্রাম, সাবান একটি। ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করেন এলাকার যুব সমাজ।

কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল আকন্দ বলেন, সামাজের বিত্তবানদের সহযোগিতা পেলে সারাদেশের মতই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কিশোরগঞ্জেও আমাদের ত্রাণ বিতরণ এবং সচেতনতামূলক কাজ অব্যাহত থাকবে।

কিশোরগঞ্জ জেলার সন্তান ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে ত্রাণ বিতরণের অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলায়ও ত্রাণ বিতরণ করা হয়।

তিনি আরও বলেন সমাজের বিত্তশালীদের সহযোগিতা অব্যাহত থাকলে আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম সারাদেশে অব্যাহাত থাকবে।

এ সময় তিনি সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড