• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৈয়দপুরে স্বেচ্ছাসেবীদের করোনা প্রতিরোধে নানান উদ্যোগ

  নীলফামারী প্রতিনিধি

০৫ এপ্রিল ২০২০, ০৯:৪৮
সৈয়দপুর
দোকানের সামনে নিরাপদ দূরত্ব বৃত্ত

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সৈয়দপুর উপজেলার বাস টার্মিনাল, কামারপুকুর এলাকার প্রধান প্রধান সড়ক, মসজিদ, ফুটপাত ও আশপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে করেছে সিএসআর উইন্ডো বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা।

সংগঠনটির স্থানীয় প্রতিনিধি মহিবুল্লাহ্ আকাশের তত্ত্বাবধানে শনিবার (০৪ এপ্রিল) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করেন স্বেচ্ছাসেবীরা। পরে শিল্প এলাকাখ্যাত কামারপুকুর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে ১মিটার দূরত্ব নিশ্চিতকরণে রং দিয়ে বৃত্তের দাগ কেটে দেন তারা।

এছাড়া সৈয়দপুরের বাইরে মাধবপুর, সাতকানিয়া, আলমডাঙ্গা, পবা, চরফ্যাশন, সিলেট সদর, ডিমলা, পত্নীতলা, চিলমারী, বেলকুচি, গোপালপুর, বাগাতিপাড়া, সুজানগর, পটুয়াখালী সদর উপজেলাসহ প্রত্যন্ত এলাকাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে সংস্থাটি। একইসঙ্গে তারা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় এবং মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি স্থানীয়দের বিভিন্ন লিফলেট বিতরণ করছেন। সঙ্গে মসজিদের ইমামদের নানা পরামর্শও দিচ্ছেন।

সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা আহসান রনি দৈনিক অধিকারকে জানান, এসব উপজেলার প্রায় দেড় কোটি মানুষের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছে সিএসআর উইন্ডো বাংলাদেশ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড