• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

খাদ্যসামগ্রী পেল লালমোহনের ১০ হাজার পরিবার

ফোন দিলেই পৌঁছে যাবে এমপি শাওনের খাদ্যসামগ্রী

  সারাদেশ ডেস্ক

০৩ এপ্রিল ২০২০, ১৬:৪৫
ত্রাণ
ত্রাণ বিতরণ করছেন এমপি শাওন (ছবি : সংগৃহীত)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে লালমোহনে ১০ হাজার কর্মহীন শ্রমজীবী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে এমপি শাওন নিজ হাতে এসব পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এছাড়া প্রত্যেককে মাস্ক ও সাবান প্রদান করা হয়।

এ ছাড়াও এমপি শাওন দুটি হটলাইন চালু করেন লালমোহন ও তজুমুদ্দিনের কর্মহীন মানুষের জন্য। যার মাধ্যমে অসহায় ও কর্মহীন মানুষের ফোন কলে পৌঁছে দেওয়া হবে প্রয়োজনীয় খাদ্য সহায়তা হটলাইন : ০১৭১১১৫৯১০৫ ও ০১৭১৮৫১০৬৬৮।

এ সময় এমপি শাওন বলেন, শেখ হাসিনা থাকতে একটি মানুষও না খেয়ে কষ্ট পাবে না। যত বড় বিপদই আসুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়দের পাশে আছেন এবং থাকবেন।

এ সময় তিনি করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে প্রত্যেককে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ঘর থেকে বের না হতে অনুরোধ করেন।

তিনি আরও বলেন, আপনারা ঘরে থাকুন। আপনাদের খাবার পৌঁছে দেবে শেখ হাসিনার সৈনিকেরা।

এ সময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিুবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড