• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

নরসিংদীতে কালবৈশাখী ঝড়ে কিশোরীর মৃত্যু

  সারাদেশ ডেস্ক

০৩ এপ্রিল ২০২০, ০৯:৪৩
নরসিংদী
ছবি : সংগৃহীত

নরসিংদী সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে বসতঘরের দেয়াল ধসে ইয়াছমিন (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এসময় তার আরও দুই বোন রত্না (১৬) ও হাসি (১০) গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় শহরের বানিয়াছল বালুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছমিন এলাকার চা বিক্রেতা ইয়াছিন মিয়ার মেয়ে।

দুর্ঘটনায় মেয়ের মৃত্যু প্রসঙ্গে ইয়াছিন মিয়া বলেন, সন্ধ্যায় পরিবারের সবাই গল্প করছিল। এমন সময় কালবৈশাখী ঝড় শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বসতঘরের উঁচু দেয়াল ধসে পড়ে। আমার তিন মেয়েই দেয়ালের নিচে চাপা পড়ে। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইয়াছমিন মারা যায়। অপর ২ মেয়েকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে কালবৈশাখী ঝড়ে নরসিংদী শহরের বেশ কিছু কাঁচা ও আধপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বহু গাছপালা উপড়ে রাস্তায় পড়েছে। ঝড়ে শহরতলীর বীরপুর, বৌয়াকুড়, হাজীপুর, বানিয়াছল, তরোয়া, ভেলানগর, বাসাইল, বাগদি, চৌয়ালা, শালিধা ও ব্রাহ্মন্দী এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড