• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা পরীক্ষার যাত্রা শুরু করল রংপুর মেডিক্যাল

  রংপুর প্রতিনিধি

০২ এপ্রিল ২০২০, ১৪:১৭
রংপুর
রংপুর মেডিক্যালে পিসিআর মেশিন স্থাপন

রংপুর মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবরেটরিতে যাত্রা শুরু করলো করোনা পরীক্ষার যন্ত্র রিয়েল টাইম পিসিআর। সামাজিক দূরত্ব বজায় রাখতে অনানুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (০২এপ্রিল) সকাল দশটায় অনানুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার এ কে এম নুরুন্নবী লাইজু জানান মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবরেটরিতে স্থাপিত মেশিন এখন সবদিক থেকে প্রস্তুত। রংপুর মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের, বিভাগীয় প্রধান, ডাক্তার মুস্তাকিম উর রহমান বলেন, রংপুর বিভাগের ৮ জেলার ৫৪ উপজেলার করোনা আক্রান্ত সন্দেহভাজনদের নমুনা এই ল্যাবরেটরিতে করা যাবে। এখান থেকেই দেয়া হবে ফলাফল। ৬ ঘণ্টায় অন্তত ৯৬ জনের পরীক্ষা করা সম্ভব বলে জানিয়েছেন। এতে করে আর করোনা পরীক্ষার জন্য নমুনা নিয়ে ঢাকায় যেতে হবেনা। রংপুর বিভাগের করোনা সন্দেহে রোগীদের পরীক্ষা এই পিসিআর মেশিনের উদ্বোধনের ফলে সহজ হয়ে গেল। সুষ্ঠু এবং সুন্দরভাবে করোনা পরীক্ষা নিশ্চিত করবার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এছাড়াও ২২৮ টি কিট প্রস্তুত রয়েছে। বেলা সাড়ে দশটা পর্যন্ত কোন নমুনা পরীক্ষা করা না হলেও গাইবান্ধা থেকে একটি নমুনা নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড