• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মা-বাবার পাশে শায়িত হবেন শামসুর রহমান : প্রথম জানাজা বাদ আসর

  ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা

০২ এপ্রিল ২০২০, ১৩:০২
ঈশ্বরদী
সাবেক ভূমি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান

বর্ষীয়ান রাজনীতিবিদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক ভূমি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফের প্রথম নামাজের জানাজা বৃহস্পতিবার (০২ এপ্রিল) আসরের নামাজের পর ঈশ্বরদী পৌর শহরের আলীবর্দী সড়কের নিজ বাসভবনের সামনে অনুষ্ঠিত হবে।

সেখানেই এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার (রাষ্ট্রীয় সম্মান) দেওয়া হবে।

প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ তাঁর পৈতৃক নিবাস লক্ষীকুন্ডা ইউনিয়নে নেয়া হবে। এরপর কৈকুন্ডা কেন্দ্রীয় ঈদগাহে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে জানাজা শেষে তাঁর মা-বাবার কবরের পাশে দাফন করা হবে।

শামসুর রহমান শরীফ এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) বুলবুল হোসেন জানান, ঢাকা থেকে সরাসরি ঈশ্বরদীতে আনা হচ্ছে ডিলু এমপির মরদেহ। পারিবারিক কবরস্থানে তাঁকে দাফনের জন্য কবর তৈরির কাজও চলছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের মৃত্যুর পর সংসদ ভবনে জানাজার রেওয়াজ থাকলেও করোনা পরিস্থিতির কারণে শামসুর রহমান শরীফের জানাজা সংসদ ভবনে হচ্ছে না। তবে ঈশ্বরদীতে স্বল্প জমায়েতে জানাজা হবে।

উল্লেখ্য আজ ভোরে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড