• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ১২৯৬ বাংলাদেশি

  সাতক্ষীরা প্রতিনিধি

০১ এপ্রিল ২০২০, ১৫:৩৬
ভারত
ভোমরা স্থলবন্দরে আগত বাংলাদেশিদের লাইন (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে পাসপোর্টধারী যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও ভারত থেকে দেশে ফিরছেন বাংলাদেশি নাগরিকরা।

গত ৯ দিনে ভারত থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে এক হাজার ২৯৬ জন পাসপোর্টধারী যাত্রী দেশে ফিরেছেন। ভারত ফেরত এসব যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভোমরা ইমিগ্রেশন পুলিশ।

অন্যদিকে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন আড়াই থেকে তিন কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের তথ্য মতে, গত ২৪ মার্চ থেকে ভারত সরকার পাসপোর্টধারী যাত্রীদের সেদেশে প্রবেশ বন্ধ ঘোষণা করে। এতে ভারতীয় কোনো পাসপোর্টধারী নাগরিকেরও ভারতে প্রবেশ বন্ধ হয়ে যায়। তবে ভারতে অবস্থান করা পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা দেশে প্রবেশ করতে পারছেন।

গত ২৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন এক হাজার ২৯৬ জন পাসপোর্টধারী যাত্রী। এর মধ্যে ২৩ মার্চ ৫৪১ জন, ২৪ মার্চ ৯৪ জন, ২৫ মার্চ ৪৫ জন, ২৬ মার্চ ৪৮ জন, ২৭ মার্চ ৯৪ জন, ২৮ মার্চ ১০৫ জন, ২৯ মার্চ ১২৮ জন, ৩০ মার্চ ৮৯ জন ও ৩১ মার্চ ১৫২ জন দেশে ফিরেছেন।

আরও পড়ুন : কুড়িগ্রামে সেনাবাহিনীর মতবিনিময় ও ত্রাণ বিতরণ

ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) বিশ্বজিত সরকার বলেন, ভোমরা ইমিগ্রেশন দিয়ে যারা দেশে প্রবেশ করছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে হাতে হোম কোয়ারেন্টাইন সিল দিয়ে ১৪ দিন বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য প্রত্যেকটি থানায় তথ্য পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত করোনা সন্দেহজনক কোনো নাগরিককে পাওয়া যায়নি। তবে আমরা করোনা পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড