• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরগুনার সেই চিকিৎসক করোনায় আক্রান্ত নন

  বরগুনা প্রতিনিধি

০১ এপ্রিল ২০২০, ১৩:১৩
বরগুনা
আইসোলেশন ইউনিট, বরগুনা সদর হাসপাতাল (ছবি : সংগৃহীত)

করোনার উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইন থেকে আইসোলেশনে ভর্তি হওয়া বরগুনার সেই চিকিৎসক ভাইরাসে আক্রান্ত নন।

বুধবার (১ এপ্রিল) বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকার আইইডিসিআর’এ ওই চিকিৎসকের নমুনা পরীক্ষা শেষে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে স্বেচ্ছায় ভর্তি হওয়া ওই চিকিৎসকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তিনি করোনায় নয়, অন্য কোনো রোগে আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ওই চিকিৎসকের করোনা ভাইরাসে আক্রান্ত না হওয়ার খবরটি আমাদের কাছে অনেক স্বস্তির এবং আনন্দের খবর। বরগুনায় এখন পর্যন্ত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি বলেও জানান তিনি।

আরও পড়ুন : গাজীপু‌রে পোশাক কারখানায় আগুন

করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় গত বৃহস্পতিবার থেকে নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ওই চিকিৎসক। এ সময় উপসর্গ না কমায় গত সোমবার বিকেলে স্বেচ্ছায় বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড