• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ইতালিফেরত যুবক 

  সারাদেশ ডেস্ক

৩১ মার্চ ২০২০, ২২:৩৪
করোনা
করোনার জীবাণু

চুয়াডাঙ্গায় ১৫ দিন আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত ইতালিফেরত এক যুবক।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গায সদর হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত জানান। সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, করোনার উপসর্গ নিয়ে গত ১৬ মার্চ সদর হাসপাতালে ভর্তি হয় ইতালিফেরত ওই যুবক। এরপর তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেখে নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। পরে ১৯ মার্চ তার দেহে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করে আইইডিসিআর। এরপর থেকে তাকে সদর হাসপাতালে রাখা হয়। সেখানে সঙ্গহীন রেখেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এর মধ্যে বেশ কয়েকবার নমুনা সংগ্রহ করে তার শরীরের অবস্থা জানা যায়। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি ঘটে। সবশেষ তার নমুনা পরীক্ষা শেষে শরীরে করোনার উপস্থিত পাওয়া যায়নি। তাই তাকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন থেকে তিনি বাড়িতে অবস্থান করতে পারবেন এবং সাধারণ মানুষের মতোই চলাফেরা করতে পারবেন বলেও জানান সিভিল সার্জন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড