• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

৭ শর্তে চট্টগ্রামে রেস্টুরেন্ট খোলার অনুমতি

  চট্টগ্রাম প্রতিনিধি

৩০ মার্চ ২০২০, ১২:৪৩
চট্টগ্রাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান

জনগণের সুবিধার কথা চিন্তা করে শর্তসাপেক্ষে চট্টগ্রাম মহানগরীর খাবার দোকান, বেকারি ও রেস্টুরেন্ট খোলা রাখা যাবে মর্মে সকল থানার অফিসার ইনচার্জগনকে নির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম।

শর্তসমূহ-

১। শুধু খাবার সংগ্রহ করে বাসায় পার্সেল করে নেয়া যাবে। রেস্টুরেন্ট বা দোকানের ভিতর খাবার খাওয়া যাবেনা ২। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে রেস্টুরেন্টে আসা-যাওয়া করতে হবে ৩।খাবার সংগ্রহের সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হবে ৪।রেস্টুরেন্ট বা খাবার দোকান কে কেন্দ্র করে কোনরূপ আড্ডা চলবে না ৫।খাবার তৈরি থেকে বিক্রি পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে ৬।প্রত্যেক খাবারের দোকানে প্রবেশ পথে হ্যান্ডওয়াশ বা সেনিটাইজেশন ব্যবস্থা রাখতে হবে ৭। খাবার পার্সেলে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

অত্যন্ত সাবধানতার সাথে যেন রেস্টুরেন্ট মালিকরা রেস্টুরেন্টের খাবার বিক্রির কার্যক্রম পরিচালনা করেন সে ব্যাপারে সকল থানার অফিসার-ইনচার্জ গনকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড