• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজবাড়ীর পুলিশই আমাদের প্রথম খোঁজ-খবর নিলো

  রাজবাড়ী প্রতিনিধি

৩০ মার্চ ২০২০, ০৮:৪৩
গোয়ালন্দ
পুলিশের উদ্যোগে বেদে পল্লীতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধে রাজবাড়ী জেলা পুলিশ নিয়েছে নানা উদ্যোগ। ইতোমধ্যে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার পাঁচ থানায় ঘরে ঘরে হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দেওয়া হয়েছে। এবার হ্যান্ড স্যানিটাইজারের সাথে দিচ্ছেন মাস্ক।

রবিবার(২৯ মার্চ) বিকেলে রাজবাড়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিক-নির্দেশনায় ও সদর থানার অফিসার ইনচার্জ স্বপন মজুমদারের তত্ত্বাবধানে গোয়ালন্দ মোড়ে অস্থায়ীভাবে গড়ে উঠা বেদে পল্লীর ২৫ টি পরিবারের সকল সদস্যদের হাতে এই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়।

আরও পড়ুন : জমি-জমার বিরোধে প্রাণ গেল ছোট ভাইয়ের

বেদে সরদার মো. শেখ বলেন, ২৬ দিন যাবত আমরা এখানে অবস্থান করছি। করোনার কারণে আমাদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। খাবার নেই। আমরা এখন কি করবো ? রাজবাড়ীর পুলিশই আমাদের প্রথম খোঁজ-খবর নিলো। তিনি কান্নাজড়িত কণ্ঠে সদর ওসির কাছে খাদ্য সংকট মোকাবেলায় সাহায্য প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম প্রমুখ ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড