• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুলিশের বেতনের টাকায় দরিদ্রদের মধ্যে চাল বিতরণ

  নড়াইল প্রতিনিধি

২৯ মার্চ ২০২০, ১৮:১৪
লোহাগড়া
দরিদ্রদের মধ্যে মাথা প্রতি দশ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে

পুলিশের বেতনের টাকায় হোম কোয়ারেন্টিন দরিদ্রদের মধ্যে মাথা প্রতি দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। লোহাগড়া থানা পুলিশের আয়োজনে রবিবার (২৯ মার্চ) বিকালে নড়াইলের পুলিশ সুপার মো. জসীম উদ্দিন পিপিএম(বার) এ চাল বিতরণ করেন।

লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাস জানান, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রশাসন সকলকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়। সরকারি নির্দেশ মানতে গিয়ে এলাকার দরিদ্র মানুষজন কিছুটা আর্থিক সংকটে পড়ে যায়। তাই তাদের প্রতি মানবিক বিষয়টি বিবেচনা করে লোহাগড়া থানা পুলিশের নিজেদের বেতনের টাকায় হোম কোয়ারেন্টিনে থাকা একশ পরিবারকে দশ কেজি করে চাউল প্রদান করা হয়েছে।

আরও পড়ুন : ‘ইউএনও বললেন, মেম্বারকে আরও পেটানো উচিত ছিল’

পুলিশ সুপার মো. জসীম উদ্দিন পিপিএম(বার) চাউল বিতরণকালে বলেন, করোনা প্রতিরোধে সকলকে বেশি বেশি সচেতন হতে হবে। নিজের বাড়িসহ চারপাশের সকলকে সচেতন করতে হবে। পরিষ্কার, পরিচ্ছন্নতা, নিরাপত্তা বজায় রেখে চলতে হবে। সরকারি নিয়ম মেনে চললে দেশের মানুষ করোনার ভয়াবহ থাবা থেকে মুক্তি পাবে। পুলিশ সব পরিস্থিতিতেই সাধারণ মানুষের পাশে থাকবে। চাউল বিতরণকালে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, ওসি(তদন্ত) মো. আমানুল্লাহ আল বারী উপস্থিত ছিলেন।

সুবিধাভোগী ভ্যান চালক মো. ইমদাদুল মোল্যা বলেন, বিপদের দিনে পুলিশ আমাদের পাশে দাঁড়িয়েছে। চায়ের দোকানদার পাগলা বলেন, দেশের সব পুলিশ যদি দরিদ্রদের পাশে দাঁড়ায় তবে বিপদের দিনে স্বস্তিতে থাকতো দরিদ্ররা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড