• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরিবহন চলাচল বন্ধের মধ্যেও সড়কে প্রাণ গেল ২ যুবকের

  যশোর প্রতিনিধি

২৬ মার্চ ২০২০, ১৭:১১
যশোর
নিহত দুই জন (ছবি - দৈনিক অধিকার)

সারাদেশে পরিবহন চলাচল বন্ধ থাকলেও যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, যশোর শহরের ৬ নম্বর ওয়ার্ডের জাহিদ হোসেনের ছেলে মিলন হোসেন (৩২) এবং ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বড়কাজলি গ্রামের ইকরাম শেখের ছেলে শফিকুল ইসলাম।

যশোর পিবিআই পুলিশের ইন্সপেক্টর স্নেহাশিষ জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে যশোর শহরের সার্কিট হাউজ মোড়ে একটি ট্রাকের নিচে ঝাপ দেয় এক যুবক। পরে তাকে যশোর কোতয়ালি মডেল থানার এসআই লিটন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ মৃত ঘোষণা করে। তার নাম ঠিকানা কিছুই পাওয়া যায়নি। পরবর্তীতে আঙ্গুলের ছাপ নিয়ে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। যুবকটির নাম মিলন হোসেন, পিতার নাম শহিদ হোসেন, যশোর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাড়ি নম্বর ২৮৭, রোড নম্বর ৯৯৯।

আরও পড়ুন : কুষ্টিয়ায় ৭ মাসের শিশু আইসোলেশনে, করোনার আশঙ্কা

অপরদিকে শফিকুল ইসলাম বুধবার (২৫ মার্চ) বিকেলে যশোর শহরের জেসপ্রিন্টার্সের মালিক তোতার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল চালিয়ে বাঘারপাড়া হয়ে নগরকান্দায় যাচ্ছিল। পথিমধ্যে চাড়াভিটার অদূরের নির্মাণাধীন ব্রিজে ধাক্কা দিলে বাঁশে সাথে আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড