• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল যুবকের

  ময়মনসিংহ প্রতিনিধি

২৫ মার্চ ২০২০, ২২:৪৯
হাসপাতাল
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয় (ফাইল ছবি)

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে মো. ইসরাফিল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় বুধবার (২৫ মার্চ) নিহতের পরিবারের পক্ষ থেকে নান্দাইল মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইসরাফিল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের ইসরাফিলদের সঙ্গে পারিবারিক বসত-ভিটার জমি নিয়ে একই বংশের লোকদের দীর্ঘদিনের বিরোধ ছিল। ওই বিরোধের জেরে গত সোমবার (২৩ মার্চ) দুপক্ষের সংঘর্ষ হলে ইসরাফিলসহ উভয়পক্ষের ৬ জন আহত হয়। পরে মাথায় লাঠির আঘাতে গুরুতর আহত ইসরাফিলকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৪ মার্চ) রাতে ইসরাফিলের মৃত্যু হয়।

আরও পড়ুন : ফরিদপুরে আগুনে পুড়ল ২১ দোকান, ২ কোটি টাকার ক্ষতি

বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মো. আবুল হাশেম দৈনিক অধিকারকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড