• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৮ মার্চ থেকে মাছের হ্যাচারিতে উৎপাদন বন্ধ

  যশোর প্রতিনিধি

২৫ মার্চ ২০২০, ২০:৫১
(ছবি : সংগৃহীত)
মাছের হ্যাচারি (ছবি : সংগৃহীত)

আগামী ২৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য হ্যাচারিতে মাছের রেণু ও পোনা উৎপাদন বন্ধের ঘোষণা করেছে যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতি। করোনা ভাইরাসের কারণে তারা এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে বুধবার (২৫ মার্চ) সাংবাদিকদের জানানো হয়েছে।

সমিতির সভাপতি ফিরোজ খান বলেন, আশির দশকে যশোরে মাছের রেণু উৎপাদনের বিস্তার ঘটে। বিশেষ করে যশোর শহরের চাঁচরা এলাকাসহ আশপাশের এলাকায় গড়ে ওঠে ৮৭টি হ্যাচারি। এসব হ্যাচারিতে উৎপাদিত হয় রুই, কাতলা, মৃগেল, গ্রাসকার্প, সিলভার কার্প, পাঙ্গাস, ব্লাককার্প, কালবাউস, সরপুঁটি, শিং, কৈসহ বিভিন্ন মাছের রেণু পোনা। যা দেশের মোট চাহিদার ৬০ শতাংশ পূরণ করে।

এ অবস্থায় রেণু-পোনা খাতকে রক্ষায় হ্যাচারি মালিকদের ঐক্যমত্যের ভিত্তিতে আগামী ২৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য হ্যাচারিতে মাছের রেণু ও পোনা উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ‘গ্রাম-গঞ্জে করোনা ভাইরাসের বিস্তৃতি ঘটতে পারে’

এজন্য মাছ ক্রেতাদের সংকটকালীন সময়ে রেণু ও পোনা নেওয়ার জন্য যশোরে না আসার আহ্বান জানিয়েছেন তিনি।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড