• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা প্রতিরোধে লক্ষ্মীপুরে পুলিশের কুইক রেসপন্স টিম

  লক্ষ্মীপুর প্রতিনিধি

২৫ মার্চ ২০২০, ১৯:৪০
দেয়
জেলা শহরের বিভিন্ন স্থানে 'কুইক রেসপন্স টিম' মহড়া দেয় (ছবি : দৈনিক অধিকার)

করোনা ভাইরাস প্রতিরোধ ও জনগণকে এ সংক্রান্ত সেবা দিতে লক্ষ্মীপুরে 'কুইক রেসপন্স টিম' গঠন করেছে জেলা পুলিশ প্রশাসন। বুধবার (২৫ মার্চ) বিকালে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানের নির্দেশনায় ১৫ সদস্যের এ টিম গঠন করা হয়।

পরে জনসচেতনতা জোরদার করতে জেলা শহরের বিভিন্ন স্থানে 'কুইক রেসপন্স টিম' মহড়া দেয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া ও ওসি (তদন্ত) মোহাম্মদ মোসলেহ উদ্দিনের নেতৃত্বে এ মহড়ায় টিমের সদস্যরা অংশগ্রহণ করেন।

করোনা ভাইরাস সংকট মোকাবিলায় লক্ষ্মীপুরে এ টিমের সদস্যরা নিয়মিত সেবা প্রদান করবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।

তিনি জানান, করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের অতিদ্রুত সেবা প্রদান এবং ব্যবহারিক আসবাবপত্র ও যানবাহনে জীবাণুনাশক ওষুধ স্প্রে করাসহ জনসচেতনতায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এ টিমের সদস্যরা।

আরও পড়ুন : করোনায় আক্রান্ত সন্দেহে যুবকের আত্মহত্যা

কুইক রেসপন্স টিমের সকল সদস্যের পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড