• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা মোকাবিলায় খুলনার ১০ জেলায় মাঠ পর্যায়ে সেনাবাহিনী

  খুলনা প্রতিনিধি

২৫ মার্চ ২০২০, ১৮:০৭
সেনাবাহিনী
করোনা পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমেছে সেনাবাহিনী (ছবি : দৈনিক অধিকার)

করোনা পরিস্থিতি মোকাবিলায় খুলনা বিভাগের ১০ জেলায় মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে সেনাবাহিনী। ইতোমধ্যেই মাঠ পর্যায়ের গোয়েন্দা তথ্য ও সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেওয়া শুরু করেছেন তারা।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৫ মার্চ) দুপুর থেকে খুলনা জেলাতেও মাঠে নেমেছে সেনাবাহিনী।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে দৈনিক অধিকারকে জানান, সেনাবাহিনীর ৬ প্লাটুন সদস্য মাঠে নেমেছেন। পরবর্তীকালে প্রয়োজন হলে আরও সেনাবাহিনী নামানো হবে।

মহানগরী ও জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর বেশকিছু গাড়ি ইতোমধ্যেই টহল শুরু করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাদের এই টহল চলছে। পাশাপাশি টহলকালে তারা জনগণকে নিত্যপ্রয়োজনীয় কাজ ছাড়া রাস্তায় অথবা দোকানপাটে অযথা ভিড় না করে বাসায় অবস্থানের নির্দেশনা দিচ্ছেন।

আরও পড়ুন : ফরিদপুরে ডাম্প ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহত ১

বিদেশফেরত ও সন্দেহভাজনদের শতভাগ কোয়ারেন্টিন নিশ্চিত এবং আইসোলেশনের কাজও করবে সেনাবাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় কেউ সরকারি নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সাধারণ মানুষকে সতর্ক করছেন তারা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড