• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বান্দরবানে ট্রাক উল্টে বিজিবি সদস্য নিহত, আহত ৪

  বান্দরবান প্রতিনিধি

২৫ মার্চ ২০২০, ১৬:১৩
উল্টে
বিজিবি সদস্যদের নেওয়া ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় (ছবি : দৈনিক অধিকার)

বান্দরবানে ট্রাক উল্টে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার বিজিবি সদস্য।

বুধবার (২৫ মার্চ) সকালে বান্দরবান কেরানীহাট সড়কের কসাই পাড়া আবুল নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্যের নাম মো. আল আমিন (৩৪)। তিনি বিজিবির বড় কল ৪৫ ব্যাটালিয়নে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।

সূত্রে জানা যায়, চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতাল হতে সৈনিকরা চিকিৎসা নিয়ে খাদ্যবোঝাই করে বান্দরবানের ফেরার পথে বান্দরবান-কেরানীহাট সড়কের কসাইপাড়া আবুল নগরে পাহাড়ের ঢালু বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। হতাহতদের উদ্ধার করে ফের বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এদের মধ্যে মোহাম্মদ আল আমিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন- রাজনগর বিজিবি ৩৭ ব্যাটালিয়নের ল্যান্স নায়েক সাইফুল ইসলাম, ছোট হরিণা বিজিবি ১২ ব্যাটালিয়নের সৈনিক মো. আসাদুজ্জামান, জমিরুল ইসলাম ও রাঙ্গামাটি সেক্টরের সৈনিক মো. এখলাছ।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর টহল শুরু

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, সকালে বিজিবি সদস্যরা বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বিআরটিসির একটি খাদ্যবোঝাই ট্রাকে করে বান্দরবান আসছিল। কসাই পাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় গুরুতর আহত হন তারা। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে বিজিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড