• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

নওগাঁয় ৯৭৫ জন হোম কোয়ারেন্টিনে, ২৯৯ জনকে ছাড়পত্র

  নওগাঁ প্রতিনিধি

২৫ মার্চ ২০২০, ০১:১৮
হোম কোয়ারেন্টিন
হোম কোয়ারেন্টিন (ছবি : ফাইল ফটো)

নওগাঁয় গত ২৪ ঘণ্টায় নতুন কাউকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা না হলেও এ সময়ে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় মোট ১৩৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সোমবার (২৩) বিকাল থেকে মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৪টা পর্যন্ত কন্ট্রোল রুম সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

নওগাঁর সিভিল সার্জন ডা. আ. মো. আখতারুজ্জামান জানিয়েছেন, শুরু থেকে এ পর্যন্ত নওগাঁ জেলার মোট ১ হাজার ২৭৪ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। এ পর্যন্ত ১৪ দিনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২৯৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টিন থেকে ছেড়ে দেওয়া কারও শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

এখন পর্যন্ত জেলার ১১টি উপজেলায় মোট ৯৭৫ জন হোম কোয়ারেনন্টিনে রয়েছেন। জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ জানিয়েছেন করোনা ভাইরাস প্রতিরোধে নওগাঁ জেলায় সচেতনতার ওপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ভালুকায় কোয়ারেন্টিন না মানায় দুই সৌদি প্রবাসীকে জরিমানা

এছাড়া জেলার সাপ্তাহিক হাট বাজারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সকলকে জনসমাগম এড়িয়ে চলতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। তিনি জানান নওগাঁয় এ পর্যন্ত কোনো ব্যক্তির মধ্যে করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড