• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

কক্সবাজারে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত

  কক্সবাজার প্রতিনিধি

২৪ মার্চ ২০২০, ২২:০৮
হাসপাতাল
কক্সবাজার জেলা সদর  হাসপাতাল (ছবি : দৈনিক অধিকার)

কক্সবাজার জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত এই নারী রোগীর বয়স ৭০ বছর।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ শাহীন আব্দুর রহমান চৌধুরী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ জ্বর-সর্দি ও কাশি নিয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর তাকে পরীক্ষা-নিরীক্ষা করে নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে তার শরীরে করোনা ধরা পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানান আরএমও ডা. মোহাম্মদ শাহীন।

আরও পড়ুন : প্রবাসীকে কোয়ারেন্টিনে দেয়ার জেরে গৃহবধূর ওপর হামলা

এ দিকে স্থানীয় সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত এই নারী গত ১৩ মার্চ বিদেশ থেকে দেশে ফিরেছেন। তার বাড়ি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড