• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুলাউড়ায় করোনার থাবার মাঝেই উধাও হ্যান্ডওয়াশ-লিকুইড

  কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার

২৪ মার্চ ২০২০, ২১:০০
হ্যান্ড ওয়াশ
কুলাউড়ায় মিলছে না হাত ধোয়ার কাজে ব্যবহৃত হ্যান্ডওয়াশ ও লিকুইড স্যানিটাইজার (প্রতীকী ছবি)

দেশব্যাপী যখন করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজমান তখন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় উধাও হয়ে গেছে হ্যান্ডওয়াশ ও লিকুইড স্যানিটাইজার। ফলে বিপাকে পড়েছেন সাধারণ জনগণ।

মঙ্গলবার (২৪ মার্চ) হঠাৎ করেই উপজেলাজুড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বাজারের দোকানিরা জানান, কোম্পানি থেকে সরবরাহ না দেওয়ায় লিকুইড সাবানের সংকট দেখা দিয়েছে। এতে বর্তমান পরিস্থিতিতে বাসা-বাড়ির পরিবারের সদস্যসহ সাধারণ জনগণের মাঝে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বার বার হাত ধৌতকরণে ব্যবহৃত হ্যান্ডওয়াশ ও লিকুইড সাবান পৌঁছে দিতে রীতিমতো ভোগান্তি পোহাতে হচ্ছে।

ফলে ভুক্তভোগীরা জরুরি ভিত্তিতে বাজারে লিকুইড সাবানের সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন : লকডাউন বান্দরবানের ৩ উপজেলা, মাঠে নেমেছে সেনাবাহিনী

বিষয়টিতে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরী দৈনিক অধিকারকে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে যদি কোনো ব্যবসায়ীর কাছে হ্যান্ডওয়াশ বা লিকুইড সাবান মজুদ রাখার প্রমাণ পাওয়া যায় তবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড