• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে করোনা নিয়ে গুজব ছড়ানোয় দুই যুবক গ্রেপ্তার

  ফেনী প্রতিনিধি

২৪ মার্চ ২০২০, ১৯:২৭
গ্রেপ্তার
গুজব ছড়ানোর অভিযোগে ফেসবুকের দুই গ্রুপ এডমিন গ্রেপ্তার (ছবি : দৈনিক অধিকার)

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে দুটি গ্রুপের এডমিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম রাসেল (২৯) ‘ফেনীর প্রহর’ ও আব্দুল আহাদ (২২) ‘ফেনীর আয়না’ নামের গ্রুপের এডমিন।

মঙ্গলবার (২৪ মার্চ) গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাতে শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বর হতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এন এম নুরুজ্জামান।

তিনি জানান, মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে তৃতীয় জন আবু তাহের পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, সোমবার আবু তাহের নামের একটি ফেসবুক একাউন্ট থেকে ওই দুই গ্রুপে ছবি পোস্ট করে। সেই ছবিতে লেখা ছিল, `জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন করোনায় আক্রান্ত, আল্লাহ তাকে হেদায়েত দান কর।' এই মিথ্যা গুজবে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার উপক্রম হয়।

পরে তাদের ডেকে এনে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। কিন্তু পোস্টদাতা আবু তাহেরের এখনো সন্ধান পায়নি পুলিশ।

আরও পড়ুন : শতাধিক কাশ্মীরি শিক্ষার্থী গ্রহণ করছে না ভারত

গ্রেপ্তার হওয়া রাসেল জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া এলাকার নজিরউদ্দিন ভূঞা বাড়ির কবির আহম্মদের ছেলে ও আহাদ কাজিরবাগ ইউনিয়নের আব্দুর রশিদ কাজী বাড়ির আব্দুর রহমানের ছেলে।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড