• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীপুরে শিলাবৃষ্টিতে বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

  মাগুরা প্রতিনিধি

২৪ মার্চ ২০২০, ১৭:১৯
শিলাবৃষ্টি
শিলাবৃষ্টি শতাধিক ঘর-বাড়ি ও রবি ফসলের ব্যাপক ক্ষতি (ছবি : দৈনিক অধিকার)

মাগুরার শ্রীপুর উপজেলার চারটি ইউনিয়নের অন্তত ২০টি গ্রামে শিলাবৃষ্টির সঙ্গে ঝড় হয়েছে। এতে শতাধিক ঘর-বাড়ি ও প্রায় ১৩ শত হেক্টর জমির রবি ফসলের ব্যাপক ক্ষতি ও প্রচুর বন্য পাখির মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এই ঝড় শুরু হয়।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার শ্রীপুর সদর, আমলসার, দারিয়াপুর, রাজাপুর, দূর্গাপুর, তখলপুর, চরশ্রীপুর, হোগলডাঙ্গা, চরকচুয়া, কালিনগর, চিলগাড়ি, বালিয়াঘাটা, খড়িবাড়িয়া, গোপালপুর, কল্যাণপুর, বাগবাড়িয়া, চরগোয়ালপাড়া, চরজোকা, নতুনপাড়া, নবগ্রাম, নলখোলা, চৌগাছিসহ অন্তত ২০টি গ্রামের ওপর দিয়ে এ শিলাবৃষ্টি ও ঝড় বয়ে যায়। এতে এ সকল গ্রামের শতাধিক টিনের ঘর বিশালাকৃতির শিলার আঘাতে নষ্ট হয়েছে। এছাড়াও প্রচুর বন্য পাখি মরে পড়ে আছে। মাঠের পেঁয়াজ, পেঁয়াজের বীজ, রসুন, পানের বরজ, ফলের বাগানসহ নানা ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

চরশ্রীপুর গ্রামের ক্ষতিগ্রস্ত প্রমথ বিশ্বাস জানান, তার জীবনে এমন শিলাবৃষ্টি কখনো দেখেননি। তার প্রায় দুই একর জমির পেঁয়াজ একেবারে নষ্ট হয়ে গেছে। এ এলাকার বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

খবর পেয়ে মাগুরার জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীর, থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন : ভোলার দৌলতখানে এক যুবক আইসোলেশনে

উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীর জানান, ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরি হচ্ছে। অতিদ্রুত ক্ষতিগ্রস্ত ঘরের মালিকদের টিন ও কৃষকদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড