• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে কাজ শুরু করেছে সেনাবাহিনী

  ফরিদপুর প্রতিনিধি

২৪ মার্চ ২০২০, ১৪:৩৫
সেনাবাহিনী
ফরিদপুর জেলায় কাজ শুরু করেছে সেনাবাহিনী (ছবি : দৈনিক অধিকার)

করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ফরিদপুর জেলায় কাজ শুরু করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সাভার ক্যান্টনমেন্টের ২৮/বি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা ভাইরাস মোকাবিলায় করণীয় নিয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় যোগ দেন।

সভায় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার আলিমুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ দিকে উদ্ভূত পরিস্থিতিতে ফরিদপুরে হাট-বাজারসহ জনসমাগমস্থলে চলাচল সীমিত করার জন্য জেলা প্রশাসন হতে গণ বিজ্ঞপ্তি জারি করার পর মানুষের চলাচল কমে গেছে। অফিস-আদালত পাড়ায় সাধারণ মানুষের উপস্থিতি অনেক কম দেখা গেছে। রাস্তাঘাটে অন্যান্য সময়ের তুলনায় মানুষের উপস্থিতি কম।

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত ফরিদপুরে বিদেশফেরতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৭৩ জন। এর মধ্যে দুই হাজার ৫২৩ জনের বাড়িতে গিয়ে পুলিশ তদন্ত সম্পন্ন করেছেন।

আরও পড়ুন : করোনা মোকাবিলায় শিক্ষার্থীদের অভিনব পদ্ধতি

তিনি জানান, এখন পর্যন্ত এক হাজার ২৭০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর হোম কোয়ারেন্টিনের নির্ধারিত সময় শেষ করেছেন দুই হাজার ৩১৬ জন।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড