• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরগুনায় গাঁজাসহ ধরা খেল চিহ্নিত মাদক কারবারি

  আমতলী প্রতিনিধি, বরগুনা

২৪ মার্চ ২০২০, ০২:৫২
গ্রেপ্তার
গাঁজাসহ গ্রেপ্তার মাদক কারবারি আব্দুল গনি মৃধা (ছবি : দৈনিক অধিকার)

মাদকবিরোধী অভিযান চালিয়ে বরগুনায় আব্দুল গনি মৃধা (৬০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) দুপুরে তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (২২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে জেলার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী গ্রাম থেকে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল গনি গোজখালী গ্রামের মৃত মোজ্জাফর মৃধার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে রবিবার রাত দেড়টার দিকে আমতলী থানার এসআই মহিউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোজখালী গ্রামের চিহ্নিত মাদক কারবারি আব্দুল গনির বাড়িতে অভিযান চালায়। ওই অভিযানে গাঁজা বিক্রয়কালে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে থানায় আনা হয়। পরে আব্দুল গনির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।

পরবর্তীকালে সোমবার দুপুরে তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালতের বিচারক মো. সাকিব হোসেন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ ব্যাপারে আমতলী থানার এসআই মহিউদ্দিন দৈনিক অধিকারকে জানান, দীর্ঘদিন ধরে চিহ্নিত মাদক কারবারি আব্দুল গনি ওই এলাকায় গাঁজার কারবার করে আসছে। গোপন সংবাদে রবিবার তাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন : সৈয়দপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাশার মামলার পর গ্রেপ্তার আব্দুল গনিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড