• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার উপসর্গ নিয়ে পঞ্চগড়ে আইসোলেশনে যুবক

  পঞ্চগড় প্রতিনিধি

২৩ মার্চ ২০২০, ২১:৫৩
হাসপাতাল
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল (ছবি : দৈনিক অধিকার)

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে পঞ্চগড়ে আসাদুজ্জামান রাব্বী (২৬) নামে এক যুবককে আইসোলেশনে রাখা হয়েছে।

রবিবার (২২ মার্চ) রাত দেড়টার দিকে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

আইসোলেশনে থাকা আসাদুজ্জামান রাব্বী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার আদিল উদ্দীন শরীফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুজ্জামান রাব্বী সম্প্রতি পঞ্চগড় জেলার সদর উপজেলার ধাক্কামারা এলাকার সোহাবুর রহমান সুজন আলী নামে এক ভায়রার বাড়িতে বেড়াতে আসে। একপর্যায়ে রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে সে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আসলে চিকিৎসকরা শারীরিক অবস্থা দেখে দ্রুত আসাদুজ্জামানকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করেন। পাশাপাশি সোমবার (২৩ মার্চ) আসাদুজ্জামানের ভায়রা সুজনের পরিবারের ২ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. মো. সিরাজুদ্দৌলা পলিন দৈনিক অধিকারকে বলেন, ‘রাত দেড়টার দিকে হাসপাতালে আসাদুজ্জামান রাব্বী নামে মাদারীপুর থেকে আগত এক রোগী পাই। যার মধ্যে আমরা করোনা ভাইরাসের লক্ষণের কিছুটা মিল পাই। এর প্রেক্ষিতে দ্রুত তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। রোগীর শ্বাসকষ্টসহ লক্ষণগুলো খুব বেশি তীব্র না। তবে আমরা ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’

আরও পড়ুন : খোকসায় ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন চিকিৎসকরা, নেই লজিস্টিক সাপোর্ট

উল্লেখ্য, জেলার ৫ উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭৩ জনসহ মোট ৫৬৫ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এর মধ্যে ইতোমধ্যেই ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকা কারও শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড