• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যশোরে হোম কোয়ারেন্টিনে ১১০৮, নতুন ৫৫৫ জন

  যশোর প্রতিনিধি

২৩ মার্চ ২০২০, ১৯:২১
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ছবি : ফাইল ফটো)

করোনা ভাইরাস বিস্তাররোধে গৃহীত কর্মসূচির আওতায় যশোরে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে গেছেন ৫৫৫ জন। ফলে যশোর জেলায় মোট কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১১০৮ জনে।

যশোরের সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যশোর সদরে ৪১৪, বাঘারপাড়ায় ৪, চৌগাছায় ১, ঝিকরগাছায় ৪৮, কেশবপুরে ৮, মণিরামপুরে ৭ এবং শার্শায় ৭৩ জন হোম কোয়ারেন্টিনে গেছেন। এই সময়কালে অভয়নগরের একজন হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে। তিনি সুস্থ আছেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. প্রতিভা ঘরাই এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ১০ মার্চ থেকে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত যশোর জেলায় মোট এক হাজার ১০৮ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এর মধ্যে অভয়নগরে ৪১ জন, বাঘারপাড়ায় ১২, চৌগাছায় ২৭, যশোর সদরে ৬৭৬, ঝিকরগাছায় ৮২, কেশবপুরে ২২, মণিরামপুরে ৪১ এবং শার্শায় ২০৭ জন রয়েছেন।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, এই সময়কালে ১৬ জনের কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে। এদের মধ্যে নয়জন চৌগাছার, সাতজন অভয়নগরের। জেলায় এখন পর্যন্ত কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হননি। কেউ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনেও নেই।

আরও পড়ুন : বগুড়ায় করোনা আতঙ্কে বিয়ে বন্ধ, বরসহ ৮ জনকে জরিমানা

সিভিল সার্জন জানান, ‘যাদের তত্ত্বাবধানে রেখেছি তাদের প্রত্যেকের কাছে আমাদের ফোন নম্বর আছে। তাদের ফোন নম্বরও আমাদের কাছে আছে। স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন সকাল-বিকাল তাদের খোঁজ নিচ্ছেন। হোম কোয়ারেন্টিনে কী কী নিয়ম পালন করতে হবে, তাদের সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।’

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড