• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বগুড়ায় করোনা আতঙ্কে বিয়ে বন্ধ, বরসহ ৮ জনকে জরিমানা

  বগুড়া প্রতিনিধি

২৩ মার্চ ২০২০, ১৯:০৪
বাল্যবিয়ে
বাল্যবিয়ে (ছবি : প্রতীকী)

বগুড়ার শিবগঞ্জে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাল্যবিয়ের প্রস্তুতি নেওয়ায় বরসহ আটজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২২ মার্চ) রাত ১০টায় শিবগঞ্জ উপজেলার আলাদিপুর পাথারের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় বর ও কনেসহ নয়জনকে আটক করে।

জানা গেছে, উপজেলার আলাদিপুর পাথারের পাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সীমা খাতুনের (১২) সঙ্গে একই উপজেলার আমজানি গ্রামের আবুল কালামের ছেলে সাকিবের (২০) বিয়ে ঠিক হয়। রবিবার রাতে বরপক্ষ বেশ কয়েকজন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে হাজির হয়। বরযাত্রীদের খাওয়া দাওয়া শেষে বিয়ে পড়ানোর প্রস্তুতি চলছিল।

এমন সময় রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর পুলিশ নিয়ে হাজির হন বিয়ে বাড়িতে। পুলিশের উপস্থিতি দেখে কনের বাবা-মা পালিয়ে যান। পরে বর সাকিব, কনে সীমা খাতুন, বিয়েতে আসা জিয়াউল ইসলাম, সবুজ, কলিম উদ্দিন, ফারুক, সুমন, রব্বানী ও আশরাফ আলীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনে ছাড়া অপর আটজনের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করেন।

আরও পড়ুন : হোম কোয়ারেন্টিন না মানায় টাঙ্গাইলে প্রবাসীকে জরিমানা

বগুড়ার শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, আটকৃতরা জরিমানার টাকা পরিশোধ করলে তাদের ছেড়ে দেওয়া হয়। কনেকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড