• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপালগঞ্জে কোয়ারেন্টিন না মানায় ভারতফেরত ২ জনের জরিমানা

  গোপালগঞ্জ প্রতিনিধি

২৩ মার্চ ২০২০, ১৬:৩০
ভ্রাম্যমাণ আদালত
কোয়ারেন্টিন না মানায় ওই ২ জনকে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় (প্রতীকী ছবি)

কোয়ারেন্টিনে থাকার নিয়ম না মানায় গোপালগঞ্জে ভারত থেকে আসা দুইজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ মার্চ) বিকাল ৪টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ভাদুলিয়া ও খইলশাখালি গ্রামে পৃথক এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির আহমেদ।

অর্থদণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তি সম্প্রতি ভারত থেকে দেশে ফিরেছেন।

ইউএনও মো. সাব্বির আহমেদ জানান, হোম কোয়ারেন্টিনের নিষেধাজ্ঞা অমান্য করে ওই দুইজন বাজার ও মহল্লায় ঘুরে বেড়াচ্ছিলেন। পরে অভিযোগের সত্যতা পেয়ে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন : বিয়ের দাবিতে প্রেমিক ডাক্তারের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

এ দিকে, কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে সোমবার ৬ জন ব্যবসায়ীকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, ওই বাজারে অভিযান চালিয়ে কাঁচামালের দাম বেশি নেওয়ায় ৫ ব্যবসায়ীকে ১৭ হাজার ৫০০ টাকা এবং মাস্কের দাম বেশি রাখায় এক ওষুধ ব্যবসায়ীকে ৫ হাজার টাকাসহ মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড