• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুনামগঞ্জে জেলা প্রশাসকের নির্দেশনা

  সুনামগঞ্জ প্রতিনিধি

২৩ মার্চ ২০২০, ১৬:৪১
সুনামগঞ্জ
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে, সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার গ্রামীণ হাট ও পৌর শহরে থাকা সব পশুরহাট গণবিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধের নির্দেশনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। অপর আরেকটি বিজ্ঞপ্তিতে সর্বসাধারণের জ্ঞাতার্থে আরও জানানো হয়, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ব্যতীত অন্যান্য দোকানপাট বন্ধ রাখার।

সোমবার (২৩ মার্চ) সকালে জেলা প্রশাসনের ফেসবুক আইডি হতে এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেন জেলা প্রশাসক। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সোমবার সকাল হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলার গ্রামীণ হাট-বাজার ও পৌর শহরে থাকা পশু (গরু, ছাগল, ভেড়া, মহিষ) সহ সকল গবাদি পশুর হাট বন্ধ ঘোষণা করা হলো।

এ নির্দেশনা পালনে অনিয়ম ঘটলে সংশ্লিষ্ট হাটের ইজারা বাতিল, ইজারাদারসহ গবাদিপশু বিক্রেতার বিরুদ্ধে জেল-জরিমানাসহ প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, স্থানীয় পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সকল থানার ওসি, পুলিশ পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ইনচার্জ, সীমান্তে থাকা বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি), আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য/ সদস্যা(মেম্বার), বাজার কমিটি, সংশ্লিষ্ট হাটের ইজারাদারকে এ নির্দেশনা দ্রুত কার্যকর করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। প্রতিদিন সন্ধ্যা ৭টার পর থেকে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ব্যতীত অন্যান্য সকল দোকানপাট বন্ধ রাখুন।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড