• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আড়াই কোটি টাকার ক্ষতি

  নরসিংদী প্রতিনিধি

২৩ মার্চ ২০২০, ১৫:৫১
আগুন
আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা (ছবি : দৈনিক অধিকার)

নরসিংদীর মাধবদীতে মোবারক আলী স্পিনিং মিলের গোডাউনে আগুন লেগে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুর পৌনে ১২টায় মাধবদী পৌরসভার শীতলাবাড়ি এলাকায় অবস্থিত মোবারক আলী স্পিনিং মিলের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় আগুনের তীব্রতায় চারপাশের বাড়িঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী এবং মাধবদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একযোগে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ মোবারক স্পিনিং মিলের গোডাউনে মিল কর্তৃপক্ষ ও স্থানীয়রা আগুনের ধোয়া দেখতে পায়। আগুনের সূত্রপাত টের পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথমে মাধবদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরও পড়ুন : গোপালগঞ্জে হোম কোয়ারেন্টিনে ৩২৮ জন প্রবাসী

পরে নরসিংদী ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে মিলটির গোডাউনে থাকা সমস্ত তুলা পুড়ে ছাই হওয়ায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মিলটির মালিক ও মাধবদী পৌরসভার সাবেক মেয়র হাজী মো. ইলিয়াছ। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি মিল কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড