• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাহ্মণবাড়িয়ার সেই সিভিল সার্জন ওএসডি

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

২৩ মার্চ ২০২০, ১৫:২৮
সিভিল সার্জন
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন শাহ আলম (ছবি : দৈনিক অধিকার)

ব্রাহ্মণবাড়িয়ার বহুল আলোচিত-সমালোচিত সিভিল সার্জন মো. শাহ আলমকে ওএসডি করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে।

রবিবার (২২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়।

তার স্থলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (ইন্ডাস্ট্রিয়াল হেলথ) ডা. মোহাম্মদ একরাম উল্লাহকে।

জানা যায়, সারাদেশে করোনা ভাইরাসের সতর্কতায় জনসমাগম, মাহফিল, সমাবেশ ও সামাজিক অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার (২০ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন শাহ আলম তার সরকারি বাসভবনে ঘটা করে তার মেয়ের বিয়ের আয়োজন করেন। বিয়েতে দাওয়াত দেওয়া হয় সরকারী চিকিৎসকসহ প্রায় ৩শ জন অতিথিকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশের সকল গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

আরও পড়ুন : বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্র নিহত

এর আগে ইংরেজি বছরের প্রথম রাতে সরকারি হাসপাতালে বহির্বিভাগের গেট বন্ধ করে জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করে আতশবাজি ফুটিয়ে আলোচিত হন এ সিভিল সার্জন। অবশেষে ব্যাপক সমালোচনার মুখে তাকে ওএসডি করা হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড