• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা ভাইরাস : গাইবান্ধা পৌর পার্ক লকডাউন

  সারাদেশ ডেস্ক

২৩ মার্চ ২০২০, ০৯:২০
গাইবান্ধা
পৌর পার্ক (ছবি : সংগৃহীত)

গাইবান্ধা পৌর পার্কটি অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ঘোষণা দেন পৌর মেয়র।

রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

পৌর মেয়র বলেন, গাইবান্ধা শহরের কেন্দ্রস্থলে শহীদ মিনার সংলগ্ন জনবহুল পৌরপার্ক এলাকাটি। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে পৌর পার্কে যাওয়া থেকে জনগণকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে এবং পৌর পার্কের সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সবকিছু বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে বিয়ের অনুষ্ঠানে অংশ নেন দুই যুক্তরাষ্ট্র প্রবাসী। প্রথমে বিষয়টি কেউ না জানলেও পরে পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এজন্য গোটা উপজেলা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

রবিবার (২২ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নবী নেওয়াজ।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড