• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিয়ের দাবিতে প্রেমিক ডাক্তারের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

  পাবনা প্রতিনিধি

২৩ মার্চ ২০২০, ০১:৩২
থানা
আমিনপুর থানা (ছবি : দৈনিক অধিকার)

বিয়ের দাবিতে পাবনায় আশরাফুল আলম চৌধুরী (২৮) নামে এক পল্লী চিকিৎসকের বাড়িতে অনশন করেছেন এক স্কুলছাত্রী।

শনিবার (২১ মার্চ) রাত থেকে ওই ছাত্রী পল্লী চিকিৎসক আশরাফুলের বেড়া উপজেলাধীন রূপপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাড়িতে এই অনশন করছেন।

পরে বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিক আশরাফুলের বিরুদ্ধে রবিবার (২২ মার্চ) থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন ওই ছাত্রী।

আশরাফুল আলম চৌধুরী ওই গ্রামের আবুল চৌধুরীর ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ও স্থানীয় বাঁধেরহাট বাজারের ‘মা ফার্মেসির’ স্বত্বাধিকারী।

অপরদিকে অনশনরত ওই মেয়েটি স্থানীয় ‘ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয়ের’ শিক্ষার্থী।

ভুক্তভোগী ছাত্রী জানায়, স্থানীয় বাজারের ‘মা ফার্মেসিতে’ মাঝেমধ্যেই সে ওষুধ কিনতে যেত। সেই সুবাদে আশরাফুল আলমের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে আশরাফুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় আশরাফুল দুই বছর ধরে দুর্বলতার সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের জন্য চাপ দিলে আশরাফুল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে শনিবার সন্ধ্যা থেকে আলমের বাড়িতে অনশন শুরু করে ওই ছাত্রী।

এ দিকে, প্রেমিকার অনশনের খবরে প্রেমিক আশরাফুল দোকান থেকেই পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ রাত দেড়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ছাত্রীকে তার বাবা-মায়ের কাছে দিতে গেলে সে বাড়িতে থাকবে না বলে জানায়। এছাড়া প্রেমিক আশরাফুল তাকে বিয়ে না করলে সে আত্মহত্যার ঘোষণা দেয়। এর পরপরই পুলিশ তাকে আমিনপুর থানায় নিরাপত্তা হেফাজতে নেয়।

এ ব্যাপারে অভিযুক্ত আশরাফুলের যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে, রূপপুর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম উজ্জ্বল জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।

আরও পড়ুন : ফরিদপুরে একই সঙ্গে প্রাণ হারাল ২ বোন

ঘটনার সত্যতা স্বীকার করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিন দৈনিক অধিকারকে বলেন, ‘মেয়েটির বয়স কম। তাই বিয়ের বিষয়ে কোনো সিদ্ধান্তে আসা যায়নি। রবিবার ওই ছাত্রী থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে। এছাড়া তার মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড