• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা : পাবনায় এক পরিবারের সবাই হোম কোয়ারেন্টিনে

  পাবনা প্রতিনিধি

২২ মার্চ ২০২০, ২২:৩৯
ভ্রাম্যমাণ আদালত টিম
ভ্রাম্যমাণ আদালত টিম (ছবি : দৈনিক অধিকার)

পাবনার চাটমোহরে একটি পরিবারের পাঁচ সদস্যকেই হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের খ্রিস্টান পল্লীর কেনেডি পালমা নামে এক ব্যক্তিকে সপরিবারে হোম কোয়ারেন্টিনে পাঠান ভ্রাম্যমাণ আদালত। চাটমোহর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

হোম কোয়ারেন্টিনে রাখা পরিবারের সদস্যরা হলেন- কেনেডি পালমা ও তার স্ত্রী রুমি গোমেজ, মেয়ে ইমি পালমা, ইরা পালমা ও শাশুড়ি রিনি রোজারিও।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঠান্ডা, জ্বর, কাশি নিয়ে গত এক সপ্তাহ আগে ঢাকা থেকে কেনেডি পালমা নামের ওই ব্যক্তি সপরিবারে গ্রামের বাড়িতে আসেন। আসার পর থেকেই তিনি অসুস্থ ছিলেন। এরপর এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে ও ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় প্রথমে কেনেডি পালমাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু কেনেডি পালমা নির্দেশ না মেনে জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছিলেন।

আরও পড়ুন : সাভারে হোম কোয়ারেন্টিন অমান্য করায় ২ প্রবাসীকে জরিমানা

এরই ধারাবাহিকতায় রবিবার সকালে পুলিশ গিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অসুস্থ কেনেডি পালমাসহ পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুয়াইবুর রহমানসহ মেডিকেল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড