• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার ঝুঁকি এড়াতে দিনাজপুরে হোম কোয়ারেন্টিনে ১১১ জন

  দিনাজপুর প্রতিনিধি

২২ মার্চ ২০২০, ২১:৫১
হোম কোয়ারেন্টিন
দিনাজপুরে এখন পর্যন্ত ১১১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে (প্রতীকী ছবি)

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে দিনাজপুরে এখন পর্যন্ত বিদেশফেরত ১১১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সবাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরেছেন।

রবিবার (২২ মার্চ) দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (২১ মার্চ) পর্যন্ত জেলায় কোয়ারেন্টিনে থাকা প্রবাসীর সংখ্যা ছিল ৬৫ জন। পাশাপাশি ১৪ দিনের কোয়ারেন্টিনে থেকে শরীরে করোনা ভাইরাসের লক্ষণ না থাকায় ইতোমধ্যেই ২ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এ নিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে।

তিনি বলেন, বর্তমানে দিনাজপুর সদর উপজেলায় ১৪ জন, বোঁচাগঞ্জে ৯ জন, কাহারোলে ৮ জন, বীরগঞ্জে ১১ জন, খানসামায় ৪ জন, চিরিরবন্দরে ৫ জন, পার্বতীপুরে ২২ জন, ফুলবাড়ীতে ১৪ জন, বিরামপুরে ৪ জন, নবাবগঞ্জে ৪ জন, হাকিমপুরে ৬ জন, বিরলে ১ জন এবং ঘোড়াঘাট উপজেলায় আরও ৪ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তবে তারা সবাই ভাল আছেন বলেও জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস।

আরও পড়ুন : পটুয়াখালীর ২ বাড়িকে ‘কোয়ারেন্টিন’ ঘোষণা, দুজনের নমুনা সংগ্রহ

এ দিকে, জেলা প্রশাসক শহরে মাইকিং করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড