• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝড়ে লন্ডভন্ড কলারোয়া বেত্রাবতী প্রতিবন্ধী স্কুল

  সাতক্ষীরা প্রতিনিধি

২২ মার্চ ২০২০, ১৯:২৮
সাতক্ষীরা
লন্ডভন্ড স্কুলটি

সাতক্ষীরায় মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে কলারোয়া উপজেলার তুলসিডাঙ্গা এলাকায় প্রতিষ্ঠিত বেত্রাবতী প্রতিবন্ধী স্কুলটি লন্ডভন্ড হয়ে গেছে। স্কুলটির পাঁচটি শ্রেণীকক্ষের টিনের ছাউনি উড়ে গেছে। সরকারি ঘোষণা অনুযায়ী স্কুল এখন ছুটি থাকলেও ছুটির পর খোলা আকাশের নিচে লন্ডভন্ড স্কুলে পাঠদান করতে হবে প্রতিবন্ধী স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের।

এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৮৫ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী রয়েছে।

রবিবার (২২ মার্চ) উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের বেত্রবতী প্রতিবন্ধী স্কুলে সরেজমিনে দিয়ে দেখা যায়, শনিবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষগুলি উপড়ে লন্ডভন্ড হয়ে গেছে৷

শ্রেণিকক্ষগুলি ভেঙেচুরে পড়ে আছে বৃষ্টির পানিতে ভিজে পাঁচটি শ্রেণিকক্ষের ৮০ জোড়া বেঞ্চ নাজুক অবস্থায় বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। ছুটির পর স্কুল খুললে শ্রেণিকক্ষের অভাবে পাঠদান ব্যাহত হবে এমন শঙ্কায় অভিভাবকসহ শিক্ষকবৃন্দ।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল মজিদ জানান, ছাত্র-ছাত্রীদের পাঠদানের জন্য মোট ৫টি টিনশেড ঘর ছিল। প্রতিটি ছাউনির টিন উড়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষগুলো। কালবৈশাখী এ ঝড়ে পুরো শিক্ষা প্রতিষ্ঠানটি তছনছ হয়ে ৩ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। স্কুল খোলার পর খোলা আকাশের নিচে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের পাঠদান করতে হবে, এছাড়া কোনো উপায় নাই।

স্থানীয় উপজেলার তুলসিডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. আলমগীর হোসেন বলেন, এ মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ের শুরুটা হয় গতকাল শনিবার রাতে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেত্রাবতী প্রতিবন্ধী স্কুল। এ শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চালের ছাউনি ও বেড়া উড়ে গেছে ৷ স্কুলটি শিক্ষা কার্যক্রম চালানোর একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। আমরা সরকার ও উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ঝড়ে বেত্রাবতী প্রতিবন্ধী স্কুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর শুনেছি। স্কুলটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রতিষ্ঠান থেকে এখনো পর্যন্ত লিখিত কোনো আবেদন পাওয়া যায়নি।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড