• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

২ মাসের বেতন বকেয়া নিয়ে গাজীপুরে শ্রমিক অসন্তোষ

  কালিয়াকৈর প্রতিনিধি, গাজীপুর

২২ মার্চ ২০২০, ১৭:১২
শ্রমিক অসন্তোষ
শ্রমিক অসন্তোষ দেখা দেওয়ায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে (ছবি : দৈনিক অধিকার)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ‘নায়াগ্রা টেক্সটাইল লিমিটেড কারখানার’ ২ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

এরই জেরে রবিবার (২২ মার্চ) থেকে কর্মবিরতি ঘোষণা করে কারখানার অভ্যন্তরে অবস্থান করছে শ্রমিক ও কর্মকর্তারা।

ওই কারখানার শ্রমিকরা জানান, ‘নায়াগ্রা টেক্সটাইলের’ স্যুইং সেকশনের স্টাফদের গত দুই মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। ফলে রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বকেয়া বেতনের দাবিতে স্টাফরা কর্মবিরতির ঘোষণা করে কারখানা থেকে বেরিয়ে আসে। এ সময় কারখানার অন্যান্য শ্রমিকরা বকেয়া ছুটির টাকার দাবি তুলে তাদের সঙ্গে যোগ দিয়ে মূল ফটকের ভেতরে বিক্ষোভ করে। সবশেষে কারখানার মেইন গেট বন্ধ করে গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের টিকা বিক্রি!

বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মজুমদার দৈনিক অধিকারকে বলেন, ‘বকেয়া বেতন ও অর্জিত ছুটির টাকার দাবিতে ওই কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। তারা কারখানার ভেতরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। বর্তমানে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড