• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে কোচিং খোলা রাখায় প্রধান শিক্ষকের কারাদণ্ড

  বরিশাল ব্যুরো

২২ মার্চ ২০২০, ১৬:১৩
রাবি
ভ্রাম্যমাণ আদালতের অভিযান (ছবি : দৈনিক অধিকার)

বরিশালে টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় বেপারীকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে বিদ্যালয়ে শিক্ষার্থীদের কোচিং ক্লাস নেওয়ায় ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২২ মার্চ) দুপুরে হাতেনাতে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। এ দণ্ডাদেশ দেওয়ার পর প্রধান শিক্ষককে কারাগারে পাঠানো হয়।

জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, বিদ্যালয় ও কোচিং ক্লাস বন্ধ রাখার নির্দেশনা উপেক্ষা করে টাউন মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় একটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কোচিং ক্লাস নেওয়া হচ্ছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা দুপুরে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে ৩ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

এছাড়া বেশি মূল্যে মাস্ক বিক্রি করায় রাজিয়া মেডিকেল হলের মালিক মো. রাসেলকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ওডি/এমআরকে

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড