• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুলনায় এক দিনে কোয়ারেন্টিনে ৮৪৪, সর্বমোট ১১০৭

  খুলনা প্রতিনিধি

২২ মার্চ ২০২০, ১৫:৫৯
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ফাইল ছবি)

করোনা ভাইরাস প্রতিরোধে খুলনায় এখন পর্যন্ত বিদেশফেরত ১ হাজার ১০৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

তবে গতকাল শনিবার (২১ মার্চ) পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের সংখ্যা ছিল ২৬৩। রবিবার (২২ মার্চ) এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৭ জনে। এছাড়া ১৭ জনের কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

রবিবার খুলনা সিভিল সার্জন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) স্পেশাল শাখা থেকে এই তথ্য জানা গেছে।

কোয়ারেন্টিনে থাকা প্রবাসীরা সম্প্রতি ইতালি, ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে ফিরেছেন। এর মধ্যে খুলনা মহানগরীতে ৭৩৪ জন, দাকোপ উপজেলায় ৬১ জন, বটিয়াঘাটায় ১৬ জন, রূপসায় ৭৮ জন, তেরখাদায় ১৪ জন, দিঘলিয়ায় ১২ জন, ফুলতলায় ২২ জন, ডুমুরিয়ায় ৪ জন, পাইকগাছায় ৭১ জন, কয়রায় ৯৫ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এছাড়া ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে তেরখাদা উপজেলার ৩ জন, দাকোপের ৬ জন, রূপসার ৪ জন ও পাইকগাছার আরও ৪ জন ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের টিকা বিক্রি!

বিষয়টি নিশ্চিত করে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ দৈনিক অধিকারকে বলেন, ‘বিদেশফেরত এসব প্রবাসীদের বাড়িতে থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন। তারপরও সতর্কতা হিসেবে অন্তত ১৪ দিন তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড